Tuesday, 26 January 2016

বি জে পির প্রচার গাড়িতে হামলা ।

বিরোধী দের কর্মসূচিতে কোনও বাধা নয় , দলের জেলা নেতাদের বৈঠকে ডেকে বার্তা দিয়েছেন তৃনমূল নেত্রী মমতা ব্যানারজি । কিন্তু দলের নিচু তলায় সেই বার্তা পৌছাচ্ছে কি না , সে নিয়ে প্রশ্ন থাকছেই । কেশপুর , কেতুগ্রামে ,সি পি এম মিছিলে হামলার পরে এ বার দুর্গাপুরে ফরিদপুরে বি জে পি নেতা কর্মীদের মারধর এর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে । কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জনসভার প্রচারে গিয়ে আক্রান্ত হল তারা ।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌড়বাজারের ন্তুন ডাঙা এলাকায় বি জে পির দুটি প্রচার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । জখম হয়ে দুর্গাপুর হাসপাতালে ভর্তি দুজন । দলের আসানসোল জেলার কমিটির অন্যতম সম্পাদক কল্যাণ দুবের অভিযোগ " স্থানীয় একটি ক্লাবে তৃনমূল পার্টি অফিস থেকে রড লাঠি নিয়ে কয়েকজন এসে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় । গাড়ী ভাঙচুর করে ।" তৃনমূল যদিও অস্বীকার করেছে ।
বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরীর চিত্রালয় লাগোয়া রাজীব গান্ধী ময়দানে বি জে পির জনসভা হওয়ার কথা । দুর্গাপুরে এই সভায় স্মৃতি ইরানির থাকার কথা । দুর্গাপুর জুড়ে বি জে পির তরফে প্রচার অভিযান চলছে । বি জে পি সুত্রে জানা গেছে এদিন দুপুরে দুটি গাড়ী ও ছটি মোটর বাইক নিয়ে প্রচারে বেড়িয়েছিল দলের নেতা কর্মীরা । নেতৃত্বে ছিলেন স্থানীয় ব্লক সভাপতি পুলক চক্রবর্তী । ন্তুন ডাঙায় মিছিল থামিয়ে রাস্তার পাশে নলকুপ থেকে জল খাওয়ার সময় স্থানীয় তৃনমূল পার্টি অফিস থেকে বেরিয়ে এসে লাঠি রড নিয়ে চড়াও হয় কয়েকজন । গাড়ি দুটি ভাঙচুর করা হয় । ছ সাত জন জখম হন । 
আহতদের দের প্রথমে লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে থেকে পুলকবাবু আর এক কর্মী মনটু সিং কে দুর্গাপুর মহুকমা হাসপাতালে ভর্তি করা হয় । বি জে পি নেতা কল্যাণ দুবে বলেন " সন্ত্রাস করে আমাদের আটকে রাখতে চাইছে । মানুষ তৃনমূল কে জবাব দেবেন ।
এই ঘটনার কথা শুনে জেলা বামফ্রন্ট আহ্বায়ক তথা সি পি এম নেতা অমল হালদার বলেন " বিশৃঙ্খল একটি দল তৃনমূল । নেতৃত্বের কথা কে শুনবে, ওরা তো আখের গোছাতে ব্যস্ত । " 
ব্লক তৃনমূল নেতা সুজিত মুখারজি অবশ্য বলেন " ভিত্তিহীন অভিযোগ । আমাদের দলের কেউ যুক্ত নয় । আমাদের কর্মীরা সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন । " দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখারজী বলেন " এমন কোনও ঘটনা আমার জানা নেই । এটা সি পি এম পার্টীর চক্রান্ত হতে পারে ।

DURGAPUR
স্মৃতি ইরানি ।
জনসভাতে যোগ দিন
দুর্গাপুর
২৭ শে জানুয়ারি ২০১৬
রাজীব গান্ধী ময়দান