Saturday, 2 April 2016

When BJP National President roars

কংগ্রেস -সি পি এম জোট









অতীতের পাতা থেকে ।
৭২ থেকে ৭৭ সাল কংগ্রেসের আধা ফ্যাসিবাদী সন্ত্রাসে ১১০০ কমিউনিস্ট কর্মী খুন হয় , সারা রাজ্যে নেমে এসেছিল এক অন্ধকারের রাজত্ব । তাকে অবসান করে ১৯৭৭ সালে এরাজ্যে প্রতিষ্ঠিত হয়ে ছিল বামফ্রন্ট সরকার তারা এই রাজ্যে নামিয়ে এনেছিল আর এক সন্ত্রাসের রাজত্ব , উপরের ছবিটি তার প্রমান ।

আজ এই কংগ্রেস নেতারা সি পি এম হয়ে প্রচার করে করে বেড়াচ্ছেন , কাস্তে হাতুড়ির বদলে কাস্তে হাত আজ তাদের প্রতীক ।
বাম কংগ্রেস আজ একাকার যারা সেদিন কংগ্রেস বা সি পি এম দ্বারা নির্যাতিত তাদের কাছে প্রশ্ন কি অঙ্কে তারা একত্রিত ।